আপনি জানেন দীর্ঘ সময় বা কখনোই সেক্স না করলে কি হয়?
কী হবে সেটা নির্ভর করে আপনি কেন সেক্সুয়াল এক্টিভিটি থেকে দূরে থাকতে চান তার উপরে।
একজন মানুষ বিভিন্ন কারণে সেক্সুয়াল
এক্টিভিটি থেকে বিরত থাকতে পারে। যেমন :
১. Asexual হলে।
২. ইচ্ছে করে বিরত থাকা। এটাকে Celibacy বলে।
৩. নানা কারণে আগ্রহ হারিয়ে ফেলা।
৪. সুযোগ না পাওয়া।
১. Asexuality is a sexual identity not a choice অর্থাৎ কেউ চাইলেই asexual হতে পারে না। এটা বিষমকামী বা সমকামীতার মতই নির্ধারিত।
Asexual মানেই কোনো সেক্স বা রিলেটেড কোনো কাজ করবে না এরকম কোনো কথা নাই। এর বিভিন্ন মাত্রা আছে। কেউ কখনোই কারো প্রতি আকর্ষণ অনুভব করে না, কেউ ঘনিষ্ঠ ব্যাক্তির প্রতি করে আবার কেউ কেউ আছে যারা জীবনে দু একবার পেনিট্রেটিভ সেক্সও করেছে। মাস্টারবেশন এবং স্বপ্নদোষ এই আইডেন্টিটিতে থাকতে পারে।
যাইহোক কথা হচ্ছে যেই asexual দের কোনো ফিলই নেই তাদের কোনো ক্ষতি হওয়ার প্রশ্নই উঠে না। যাদের মোটামুটি ফিলিং আছে তারা যদি কামনা অবদমিত রাখে তাহলে হয়তো হতাশা কাজ করতে পারে কিন্তু শারীরিক কোনো ক্ষতি নেই।
২ এবং ৩ নং কারণে কেউ কখনোই সেক্স না করলে তাদের শারীরিক ক্ষতি হবে না এবং মানসিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে।
৪ নং কারণের ক্ষেত্রে কিছু মানসিক সমস্যা (রোগ না কিন্তু) দেখা দিতে পারে বিশেষ করে সেক্সুয়ালি ফ্রাস্ট্রেটেড হতে পারে। তাছাড়া কনফিডেন্স কমে গিয়ে হীনমন্যতায় ভুগতে পারে এবং বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত হতে পারে। এসব সমস্যাও তেমন প্রকট কিছু না যদি আপনি সেভাবে সামলাতে পারেন। নিজেকে নিয়ে ব্যাস্ত থাকা বা যে কাজ আপনার সবচেয়ে প্রিয় তা করার মাধ্যমে এসব কাটিয়ে উঠা সম্ভব।
আপনি সেক্স বা মাস্টারবেশন করেন বা না করেন আমাদের দেহের যে প্রাকৃতিক নিয়ম সেটা চলতেই থাকবে। আপনার শরীর পরিণত ডিম্বাণু বা শুক্রাণু বের করে দিবেই।(স্বপ্নদোষ বা মেয়েদের পিরিয়ড)।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন