Header Ads

Header ADS

কাজী নজরুল ইসলামের বর্তমানের নতুন কবিতা সবাইকে পড়ার অনুরোধ রইলো।

কাজী নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন
তাহলেতিনি বর্তমান সমাজের অবস্থা দেখে মনে
হয় কবিতা টিএমনটাই লিখতেন_____
♨♨♨♨♨♨♨♨♨♨
📍চল চল চল, উর্দ্ধ মহলে চোরের দল,
খাটিয়ে প্রভাব খাটিয়ে বল।
দেশের ১২টা বাজিয়ে চল;
চলরে চলরে চল, চল চল চল।
✔✔✔✔✔✔✔✔✔
📍দেশের কপালে হানি আঘাত
জনতা খাবে পান্তা ভাত।
আখের গোছায় নেতার হাত
দেশ সেবাতে ছল;
চলরে চলরে চল, চল চল চল।
✔✔✔✔✔✔✔✔✔
📍গরিবের লাগি গাহিয়া গান
দেশ বানাবো মহা শশ্বান।
দেশ করিব মহা দুর্বল;
চলরে চলরে চল, চল চল চল।
✔✔✔✔✔✔✔✔✔
📍বুবুরা এখন বিড়াল পোষেন,
যাকে খুশি তাকেই দোষেন।
থলের বিড়াল বেড়িয়ে গেলে
উপায় কি আছে বল;
চলরে চলরে চল, চল চল চল।
✔✔✔✔✔✔✔✔✔
📍সুর্যের চেয়ে বালি গরম,
ইহাই সত্য ইহাই পরম।
খালি পায়ে বালির উপর
আম জনতার ঢল;
চলরে চলরে চল।
✔✔✔✔✔✔✔✔✔
💯💯💯💯💯💯💯💯💯
1⃣2⃣3⃣4⃣5⃣6⃣7⃣8⃣9⃣0⃣

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.