এমন কোন মোবাইল অ্যাপ আছে, যা একটি মোবাইলকে অন্য একটি মোবাইল থেকে নিয়ন্ত্রণ করা যায়?
হ্যা। এক মোবাইল দ্বারা অন্য মোবাইল পরিচালনা করা যায় এমন অনেক ওয়েবসাইট, এপ্স আছে। তবে আমি একটি এপ্স এর নাম বলবো এটি দিয়ে অন্য মোবাইলের ক্যামেরা হ্যাক করতে পারবেন। তবে যার ফোনে এটি ব্যাবহার করবেন তার ফোনের ইন্টারনেট এবং আপনার ফোনের ইন্টারনেট দুটোই অন থাকতে হবে।
এপ্সটির নাম ট্র্যাক ভিও। গোগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবেন।
এটি দিয়ে যদি সে ইমু, মেসেঞ্জার বা অন্য কোন পরিসেবা ব্যাবহার করে কথা বলে তাও যানা যাবে।
এই এপ্সটি আপনাকে ব্যাবহার করতে হলে যা করনীয়।
১) দুজনের মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
২) দুজনের মোবাইলে এপ্সটি ইন্সটল করতে হবে।
৩) ইন্সটল করার পর কোন একটি জিমেইল দিয়ে একটিভ করে নিতে হবে।
৪) সাথে একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
মনে রাখবেন, যার ফোনের কেমেরা নিয়ন্ত্রণ করতে চান তার ফোনের সেটিংস এ গিয়ে এই এপ্সের সমস্ত তথ্য ডিজেবল করে নিবেন। (যেমনঃ নোটিফিকেশন, অডিও বা ভিডিও রেকর্ড ইত্যাদি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন