পুলিশ কোন এপের দ্বারা আসামির মোবাইল নম্বর ট্রাক করে?
মোবাইল নম্বর ট্র্যাক (Track) করা বলতে বোঝায় কোন মোবাইল পরিসেবা প্রদানকারী সংস্থার মোবাইল টাওয়ার থেকে ব্যবহৃত মোবাইল নম্বর অর্থাৎ সিম (Sim)-এর দূরত্ব বা অবস্থান নির্ণয় করা। আইন অনুসারে একটি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল নম্বর ট্র্যাক করার বৈধতা থাকে। কাজটি কোন বিশেষ App-এর মাধ্যমে করা হয় না।
(সংগ্রহীত চিত্র)
পুলিশ কোন আসামী বা সন্দেহভাজন ব্যক্তির অবস্থান নির্ণয় করার জন্য সাধারণত পুলিশ সংশ্লিষ্ট মোবাইল পরিসেবা প্রদানকারী সংস্থার কাছে নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে থাকে। সেই সংস্থার দায়িত্ব হল এই নম্বরটি তাদের কোন টাওয়ার ব্যবহার করছে সেটা নির্ণয় করা এবং মোবাইল টাওয়ার থেকে তার আনুমানিক দূরত্ব নির্ণয় করা। সন্দেহভাজন ব্যক্তির মোবাইলের আইএমইআই (IMEI) নম্বরের সাহায্যে তার মোবাইল নম্বর বের করা হয়। এছাড়াও সেই সম্ভাব্য নম্বরের কলরেকর্ড ও যে সকল নম্বরে যোগাযোগ করা হয়েছে সে সকল তথ্য দিয়েও অপরাধীর অবস্থান নির্ণয় করা হয়।
আমরা নাটক বা চলচ্চিত্রে দেখি, পুলিশ একটি কক্ষে বসে নানা প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে অপরাধীর অবস্থান বের করে ফেলছে। এভাবে বাস্তবে অপরাধী ধরা হয় না। গুগল প্লে স্টোরে পুলিশের মত লোকেশন ট্র্যাক করা যায় দাবী করে কিছু App পাওয়া যায়। এগুলো কার্যকরী নয়।
(সংগ্রহীত চিত্র)
পুলিশ কোন আসামী বা সন্দেহভাজন ব্যক্তির অবস্থান নির্ণয় করার জন্য সাধারণত পুলিশ সংশ্লিষ্ট মোবাইল পরিসেবা প্রদানকারী সংস্থার কাছে নির্দিষ্ট মোবাইল নম্বর দিয়ে থাকে। সেই সংস্থার দায়িত্ব হল এই নম্বরটি তাদের কোন টাওয়ার ব্যবহার করছে সেটা নির্ণয় করা এবং মোবাইল টাওয়ার থেকে তার আনুমানিক দূরত্ব নির্ণয় করা। সন্দেহভাজন ব্যক্তির মোবাইলের আইএমইআই (IMEI) নম্বরের সাহায্যে তার মোবাইল নম্বর বের করা হয়। এছাড়াও সেই সম্ভাব্য নম্বরের কলরেকর্ড ও যে সকল নম্বরে যোগাযোগ করা হয়েছে সে সকল তথ্য দিয়েও অপরাধীর অবস্থান নির্ণয় করা হয়।
আমরা নাটক বা চলচ্চিত্রে দেখি, পুলিশ একটি কক্ষে বসে নানা প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে অপরাধীর অবস্থান বের করে ফেলছে। এভাবে বাস্তবে অপরাধী ধরা হয় না। গুগল প্লে স্টোরে পুলিশের মত লোকেশন ট্র্যাক করা যায় দাবী করে কিছু App পাওয়া যায়। এগুলো কার্যকরী নয়।

কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন